Advertise

 বিজ্ঞাপন নীতিমালা

১. যেকোনো বিজ্ঞাপন প্রকাশের ব্যাপারে ইনফোবাজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই জানাতে হবে।
৩. প্রতিটি বিজ্ঞাপনের কার্যাদেশ (ইনসারশন অর্ডার) দিতে হবে।
৪. আগে এলে আগে পাবেন' ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকি।
৬. কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন। 

 আপত্তিকর বিজ্ঞাপন আসলে কী করবেন: 

www.shihabinfobuzz.com সাইটে প্রকাশিত সব বিজ্ঞাপন গুগলের ডাবল ক্লিকের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। গুগল তার নীতিমালা অনুযায়ী কখনো সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করে না। তারপরেও আপনার পার্সোনাল কম্পিউটার (পিসি) বা ল্যাপটপে আমাদের সাইট দেখার সময় এ ধরনের বিজ্ঞাপন দেখা গেলে আপনি কম্পিউটারের ক্যাশ / কুকি / হিস্ট্রি ক্লিয়ার করুন। আশা করা যায়, এ সমস্যা থাকবে না। আর সমস্যা অব্যাহত থাকলে আপনার ব্যবহৃত কম্পিউটারটি ভালো কোনো টেকনিশিয়ানকে দেখান। 

Post a Comment

0 Comments