মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুত করার নিয়ম

 পুকুর শুকিয়ে প্রস্তত পদ্ধতিঃ



১। পুকুরের পাড়ের আগাছা, ঝোপ-ঝাড় পরিস্কার করতে হবে

২। পাড় মেরামত করতে হবে

৩। শতকে / পিচ করে এলুমিনিয়াম ফসফেট ট্যাবলেট সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে

৪। পানি সেচে কালো কাদা মাটি থাকলে তা উঠিয়ে ফেলতে হবে।

৫। মাটি এমন ভাবে শুকাতে হবে, যেন পুকুরের তলার মাটি ফেটে চৌচির হয়ে যায় তারপরে দৈনিক শ্রমিক অথবা ট্রাক্টরের সাহায্যে তলার মাটি হালকা নিড়ানি দিয়ে দিতে হবে।

৬। পুকুরে পাতা বা ছায়া পড়ে এমন কোন গাছপালা থাকলে, তার ডাল-পালা ছাঁটাই করে দিতে হবে।

৭। পরদিন শতকে ১শ গ্রাম ব্লিচিং পাউডার পরিমাণ মত পানির সাথে মিশিয়ে পুকুরের সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে হবে।  

 ৮। পরদিন শতকে ৫শ গ্রাম পাথুরে চুন হালকা গরম থাকা অবস্থায় পুকুরের যে অংশে পানি থাকবে, ঠিক সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে হবে।  

 ৯। চুন দেওয়ার ৩ থেকে ৫ দিন পরে পানি প্রবেশ করাতে হবে পরিমাণ মত পানি প্রবেশ করানোর ২/৩ দিন পরে শতকে আরো ৫শ গ্রাম করে পাথুরে চুন প্রয়োগ করতে হবে।

 ১০। চুন দেওয়ার ২/৩ দিন পরে শতকে ২৫০ গ্রাম সরিষার খৈল ৫০/১০০ গ্রাম টিএসপি সারের সাথে মিশিয়ে ৭২ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ৭২ ঘন্টা পরে এর সাথে ১শ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে ৫ মিনিটের মধ্যে রোদ থাকা অবস্থায় সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে।

 ১১। সরিষার খৈলের ফর্মুলাটা প্রয়োগ করার ৫ থেকে ৭ দিন পর পোনা মজুদ করা যাবে। 

Post a Comment

0 Comments