দুর্ঘটনায় নিহত কর্মচারীর পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে ইন্টারনেট ব্যবসায়ী সমিতি

দুর্ঘটনায় নিহত কর্মচারীর পরিবারকে নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতি।


বৃহস্পতিবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি নিহত কর্মচারীর বাবা মো. ফরিদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় সেখানে বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিরা খান ও সহ-সভাপতি প্রবীর কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে কোনো কর্মচারী দুর্ঘটনায় আহত বা নিহত হলে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সব ব্যবসায়ী সংগঠনকে অনুরোধ জানান হিরা খান।

মো. হাসেম গত ৫ জুন এইজ স্পিড ব্রডব্যান্ডের ইন্টারনেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় একটি দুর্ঘটনায় আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন তিনি মারা যান।

পরবর্তীতে ওই কোম্পানির মালিক সালাউদ্দিন মৃধা বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির কাছে নিহত কর্মচারী পরিবারকে সহায়তা করার আবেদন করেন।

Post a Comment

0 Comments