দুর্ঘটনায় নিহত কর্মচারীর পরিবারকে নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি নিহত কর্মচারীর বাবা মো. ফরিদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় সেখানে বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিরা খান ও সহ-সভাপতি প্রবীর কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে কোনো কর্মচারী দুর্ঘটনায় আহত বা নিহত হলে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সব ব্যবসায়ী সংগঠনকে অনুরোধ জানান হিরা খান।
মো. হাসেম গত ৫ জুন এইজ স্পিড ব্রডব্যান্ডের ইন্টারনেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় একটি দুর্ঘটনায় আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন তিনি মারা যান।
পরবর্তীতে ওই কোম্পানির মালিক সালাউদ্দিন মৃধা বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির কাছে নিহত কর্মচারী পরিবারকে সহায়তা করার আবেদন করেন।
0 Comments