Near By Share চালু হচ্ছে Android এ


গুগল তাদের অ্যান্ড্রয়েড আপডেটে বেশকিছু ফিচার উন্মুক্ত করেছে যা ফোন এবং ট্যাবলেটকে আরও কার্যকরী করে তুলবে। এর মধ্যে অন্যতম পরিবর্তন হলো নেয়ারবাই শেয়ার, যাকে অ্যাপলের এয়ারড্রপের গুগল সংস্করণ বলা যেতে পারে। নতুন এই ফিচারের মাধ্যমে মুহুর্তেই এক অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল ট্রান্সফার করা যাবে। খবর এনগ্যাজেট।

সেলফ শেয়ার ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে একে অন্যের ফাইল গ্রহণ করবে, এমনকি স্ক্রিণ বন্ধ থাকলেও। ফলে এখন থেকে ফোন থেকে কোনো ফাইল ট্যাবলেট কিংবা ক্রোমবুকে পাঠানোর জন্য ইমেইল ব্যবহারের প্রয়োজন নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেলফ শেয়ার অপশনটি উন্মুক্ত হবে।

নতুন ফিচারের তালিকায় রয়েছে সাউন্ড নোটিফিকেশন যা বধির এবং যাদের শ্রবণে সমস্যা আছে তাদের সহায়তা করবে। যখন এই ফিচারটি চালু থাকবে তখন ডিভাইসটি বিভিন্ন ধরণের শব্দ যেমন ফায়ার এলার্ম, ডোর বেল, পানি প্রবাহ ইত্যাদি বুঝতে পারবে এবং ব্যবহারকারীকে ফোন বা ঘড়িতে ভিজ্যুয়াল নোটিফিকেশন বা কম্পনের মাধ্যমে জানিয়ে দেবে।

Post a Comment

0 Comments