বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ প্রকল্পের উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে নেতাদের পাশাপাশি হাজির হয়েছিলেন বলিউড অভিনয়শিল্পীরাও। এই অনুষ্ঠানে ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।
এই অনুষ্ঠানেই ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন মোদি। এই অনুষ্ঠানে সুভাষ চন্দ্র বসুর প্রশংসা করতে গিয়ে ভারতের আরেক জাতীয় নেতা মহাত্মা গান্ধীর সমালোচনা করে ফেলেন এই বলিউড নায়িকা।
অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের কঙ্গনা বলেন, ‘আমরা যে স্বাধীনতা পেয়েছি তা নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং বীর সাভারকরের মতো বিপ্লবীদের কারণে। এই স্বাধীনতা আমরা ভিক্ষা করে পাইনি, স্বাধীনতা পেয়েছি নিজেদের অধিকারে, এর জন্য লড়াই করতে হয়েছে আমাদের’।
এ পর্যন্ত ঠিক বললেও এরপরেই যেন বিপত্তি বাঁধিয়ে ফেলেন গ্যাংস্টার খ্যাত এই নায়িকা। তিনি বলেন, ‘আমি নেতা সুভাষ চন্দ্রের অনুগামী, আমি একেবারেই গান্ধীবাদী নই। এটা হয়তো অনেক লোককে বিরক্ত করবে যে আমি এই ধরনের কথা বলছি। তবে প্রত্যেকেরই একটা নিজস্ব এবং পছন্দের আদর্শ রয়েছে। আমি বিশ্বাস করি যে, নেতাজি এবং সাভারকরের মধ্যে লড়াইয়ের আগুন লুকিয়ে আছে।’ কঙ্গনার কথায়, নেতাজি সুভাষচন্দ্র ক্ষমতার জন্য ক্ষুধার্ত ছিলেন না, স্বাধীনতার জন্য ক্ষুধার্ত ছিলেন।
কঙ্গনার এমন মন্তব্যই নেটিজেনদের মধ্যে ঝড় তুলে দিয়েছে। অনেকেই কঙ্গনাকে কটাক্ষ করেছেন। নেতাজিকে বড় করতে গিয়ে গান্ধীজিকে সমালোচনা করে কঙ্গনা মোটেও ঠিক কাজ করেননি বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এই বলি নায়িকার ওপর।
0 Comments