এখন থেকে জাহাজ ও ট্যাংকও পরিষ্কার করবে রোবট। বেইজিংয়ে চলমান বিশ্ব রোবট সম্মেলন (ডব্লিউআরসি) ২০২২-এ এমনই নতুন রোবট প্রদর্শন করা হয়েছে।
বেইজিংয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠিত রোবট++ নামের প্রতিষ্ঠানটি শিপইয়ার্ড ও ট্যাংকয়ে কাজ করার জন্য রোবটিক সমাধান দিয়ে থাকে। এবছর তারা জাহাজ নির্মাণ কাজে সাহায্যকারী রোবট নিয়ে এসেছে। এই রোবট চুম্বকের সাহায্যে দেয়াল বেয়ে উঠতে পারে। এটি জাহাজ ও ট্যাংক পরিষ্কার করতে, দেয়ালের রঙ ও মরিচা তুলতে সক্ষম।
সাংহাই ফ্যাব-ইউনিয়ন টেকনোলজি কোম্পানি লিমিডেট (ফ্যাব-ইউনিয়ন) নামের প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত নকশা, গবেষণা, উন্নয়ন এবং ‘স্থাপত্যে ডিজিটাল নকশা এবং বুদ্ধিদীপ্ত নির্মাণ’ অনুশীলনে সিদ্ধহস্ত।
এবছর তারা তাদের বড় আকারের ত্রিমাত্রিক প্রিন্টার বিশিষ্ট রোবট দেখাচ্ছে যা ব্লকচেইন প্রযুক্তির সঙ্গে সমন্বিত। রোবটিক এই ত্রিমাত্রিক প্রিন্টারটি বড় আকারের স্থাপনাও প্রিন্ট করতে পারে।
সম্মেলনে রোবটসহ নানা প্রযুক্তি দেখতে শিশুদেরও ভিড় করতে দেখা যায়।
0 Comments