একবার চার্জে ৩০ ঘণ্টা চলবে Airpods Pro 2


উন্মোচিত হয়েছে সেকেন্ড জেনারেশনের Air Pods Pro 2 । গত বুধবার (৭-৯-২০২২ তারিখে) আইফোন ১৪ সিরিজ আনার পাশাপাশি আরও কিছু গ্যাজেট এনেছে Apple। ইয়ারফোন চার্জিং কেসসহ একবার চার্জে ৩০ ঘণ্টা চলবে এ ডিভাইস। 

Air Pods Pro 2-তে রয়েছে ইনবিল্ট স্পিকার ও ফাইন্ড মাই সাপোর্ট ফিচার। এছাড়া ব্যবহার করা হয়েছে Apple এর নতুন এইচ২ চিপ। এতে প্রথম প্রজন্মের Apple এয়ারপডস প্রো এর তুলনায় দ্বিগুণ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশনের সুবিধা রয়েছে।

এক জোড়া ইয়ারফোনের একটি হারিয়ে গেলে অন্যটি দিয়ে তা খুঁজে বের করার জন্য নতুন ব্যবস্থা যোগ করা হয়েছে। এক্ষেত্রে ইয়ারফোন তার কেস থেকে পড়ে গেলে শব্দ বেজে ওঠে। ইয়ারফোনের কেসটিতেও এই শব্দের ব্যবস্থা রয়েছে।

এলই অডিওসহ ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এতে। আছে স্কিন ডিটেকশন ফিচার, যা কান থেকে ইয়ারবাড খুলে নিলে চলতে থাকা মিডিয়া ফাইলকে বন্ধ করে দেবে।

Air Pods Pro 2 দাম ২৪৯ মার্কিন ডলার।

Post a Comment

0 Comments